সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হয়ে গেল ঢাকা বনশ্রীতে দেশের একমাত্র নারী উদ্যোক্তাদের ই-কমার্স মার্কেট প্লেস "সিনেটর শপিং কমপ্লেক্স"এ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫ বসন্ত মেলা এই উৎসব পালিত হয়। ৩ দিন ব্যাপী মেলা, সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত, অবিরাম দর্শকদের জন্য মেলার স্টল খোলা থাকে। এ বসন্ত মেলা'র ফিতা কেটে শুভ উদ্বোধন করেন নারী উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজ সেবিকা বাংলাদেশ (ওয়েব) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রূপা আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেটর শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক ও স্বপ্নদ্রষ্টা মান্নান চৌধুরী, আর পি কর্পোরেশন এর চেয়ারম্যান রূপা চৌধুরী, ওয়েব ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট বিশিষ্ট সংগীত শিল্পী রবিন আহমেদ, অপরাধ অনুসন্ধান এর সম্পাদক রফিকুল ইসলাম কাজল। এছাড়া সিনেটের শপিং কমপ্লেক্স এর উদ্যোক্তারা।
বিভিন্ন সময়ে শপিং কমপ্লেক্সটি মেলার আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের বিশেষ ভাবে অনুপ্রাণিত করেন এবং দেশের কৃষ্টি কালচারকে বিশ্ববাসীর কাছে তোলে ধরেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি