(সীমান্ত টিভি বিনোদন) ঢালিউড জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর বাবা মারাগেছেন। রোববার ১২ জানুয়ারী মধ্যরাতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন পরিচালক রায়হান রাফীর বাবা। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানাযায়।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি