সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থাপনা। বুধবার দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মাধ্যমে মানুষ নিজের ভোট দিতে পারবেন, রাতে ভোট দিনে হবে না এবং মৃত ব্যক্তি ভোট দিতে পারবেন না। এ রায়ের ফলে দেশ গণতান্ত্রিক মহাসড়কে আবার হাঁটতে শুরু করেছে।
অ্যাটর্নি জেনারেল আরও উল্লেখ করেন, তৎকালীন প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছিলেন।
এ ঘটনায় আপিল বিভাগের পূর্বের রায়কে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে আদালত ত্রয়োদশ সংশোধনী কার্যকর ঘোষণা করেছে। আদালত জানায়, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ ২(ক)-এর নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানগুলো পুনর্বহাল করা হলো এবং শুধুমাত্র ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ-এর নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি