সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দেওয়ার একটি রহস্যজনক ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।
গত বুধবার (১৪ জানুয়ারি) রাতের এ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে এই ঘটনা ঘটে। একটি সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি হঠাৎ করে তারেক রহমানের চলন্ত গাড়ির পাশে এসে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দেন এবং মুহূর্তের মধ্যেই দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খামে কোনো লেখা বা বার্তা পাওয়া যায়নি। ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
পুলিশ বিষয়টি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, একজন মোটরসাইকেল চালক গাড়ির কাছে এসে খাম লাগিয়ে দ্রুত সরে যান। তবে ভিডিওর মান স্পষ্ট না হওয়ায় ওই চালকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ আরও জানায়, সংগৃহীত ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি