
সাগর দেব,কুমিল্লা প্রতবেদক: বাংলাদেশের সাংবাদিকতা, আইন ও সামাজিক উন্নয়নের পরিমণ্ডলে যে ক’জন ব্যক্তিত্ব সততা, প্রতিশ্রুতি ও জনগণের কল্যাণকে মূল চালিকাশক্তি হিসেবে বেছে নিয়েছেন—তাঁদের একজন হলেন দিদারুল আলম। একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও অ্যাডভোকেট হিসেবে জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করলেও, তিনি কখনও ভুলে যাননি তাঁর জন্মভূমি ময়নামতি ইউনিয়নকে।
দিদারুল আলম বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর একজন চীফ রিপোর্টার ও ল-ডেক্স ইনচার্জ। তাঁর পেশাগত সততা, তথ্যনির্ভর বিশ্লেষণ, ও সমাজ-দৃষ্টিকোণ সমৃদ্ধ লেখনির মাধ্যমে গণমাধ্যমে তিনি একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি তিনি একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠায়ও নিজের মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়ে চলেছেন।
সম্প্রতি তিনি ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন। এই পদে থেকে তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও শিক্ষাগত মানোন্নয়নে ভিন্নধর্মী পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করছেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় তাঁর পেশাগত অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি এক নতুন গতি আনবে বলেই এলাকাবাসীর প্রত্যাশা।
দিদারুল আলম শুধু একটি ইউনিয়নের সন্তান নন—তিনি ময়নামতির সার্বিক উন্নয়ন-স্বপ্নের একজন পথপ্রদর্শক।
ময়নামতিকে পৃথক উপজেলা ঘোষণার দাবিতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে সংগ্রাম করে আসছেন। এই দাবির পক্ষে বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান, মতবিনিময় সভা, জনমত গঠনসহ প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক পর্যায়ে এক নিরবিচার লড়াই চালিয়ে যাচ্ছেন।
এ দাবির যৌক্তিকতা প্রমাণে তিনি তুলে ধরেছেন ময়নামতির ভৌগোলিক বিস্তার, জনসংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক। তাঁর এই নিরন্তর প্রচেষ্টা এখন শুধু ময়নামতিবাসীর নয়—জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও দৃষ্টিগোচর হয়েছে।
দিদারুল আলম কেবল একজন সাংবাদিক বা আইনজীবী নন—তিনি একজন স্বপ্নবান মানুষ, যিনি ময়নামতির উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর নিরলস সংগ্রাম, নেতৃত্বগুণ ও জনসেবা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বহুদিন।
মন্তব্য লিখুন
আরও খবর
আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কো রুবিওকে...
আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে,...
দেশে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত
দেশে নতুন করে ২১ জনের করোনা...
আবু সাঈদ হ’ত্যা’র ঘ’টনায় ৩০ জনের বি’রুদ্ধে অ’ভিযোগ...
আবু সাঈদ হ’ত্যা’র ঘ’টনায় ৩০ জনের...
ভুয়া মামলা ঠেকাতে ফৌজদারি কার্যবিধিতে নতুন ধারা যুক্ত:...
ভুয়া মামলা ঠেকাতে ফৌজদারি কার্যবিধিতে নতুন...
অপ্রয়োজনীয় প্রকল্প থেকে বিরত থাকার আহ্বান অর্থ উপদেষ্টার
অপ্রয়োজনীয় প্রকল্প থেকে বিরত থাকার আহ্বান...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিন আজ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের...