সীমান্ত টিভি নিউজ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। আজ (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।
কাফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম ও করছি। নিরাপত্তা পাইনি।’
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, রাত সোয়া ২টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। সর্বোচ্চ প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বাড়ির রান্নাঘর পুড়ে গেছে, তবে কেউ আহত হয়নি।
এদিকে স্থানীয়রা ও অনলাইন প্ল্যাটফর্মে কাফির সমর্থকরা এই আগুন লাগার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা দরকার।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি