সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থানরত লঘুচাপটি গতকাল যেমন ছিল, আজও একই এলাকায় স্থির রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তার এখন পশ্চিমবঙ্গ ও আশপাশের অঞ্চলে অবস্থান করছে। এ ছাড়া মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয়, যার বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। এসব অবস্থার কারণে দেশের তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, আগামী মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনও দেখা যাবে না। মঙ্গলবার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের পরিস্থিতি বজায় থাকতে পারে, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা একটু কমতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আবহাওয়া প্রায় একই থাকবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক পরিবেশ। তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টার মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি