সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সকাল সাড়ে ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় এ সংলাপ।
সংলাপের উদ্বোধনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগিয়ে যেতে চায়। আমাদের মূল লক্ষ্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব, আর এটি সফল করতে সবার সহযোগিতা জরুরি।
সিইসি আরও বলেন, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিশেষ করে নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সতর্ক করে বলেন, পর্যবেক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হবে, তারা যেন কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকেন এ বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি