সীমান্ত টিভি নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মো. রিমন এবং সাজেদুল ইসলাম নামে দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর তাদের ফেরত দেওয়া হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মো. রিমন ও সাজেদুল ইসলাম নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর তাদের ফেরত দেয়।
শুক্রবার (২ মে) দিবাগরাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। রিমন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন সাজেদুল ইসলাম, তিনি বগুড়া শহরের সাইফুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও করছিলেন তারা। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়। ফেরত আসা রিমন ও সাজেদুল জানান, দেশে ফিরে আসার পর তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বিজিবির আহ্বানে বিএসএফ সাড়া দেয় এবং তাদের হেফাজতে থাকা দুই শিক্ষার্থীকে রাতে ফেরত পাঠায়
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি