সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হলে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টা দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানায় যায়, জবি শিক্ষার্থী সম্রাট দুর্ঘটনাবশত নতুন ঢালাই করা কংক্রিটের ওপর পা রাখাকে কেন্দ্র করে। ধোলাইখালের একটি বাজারের কাছে স্থানীয়রা সম্রাটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তার গায়ে হাত তোলে। সম্রাট আত্মরক্ষার চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সূত্র আরও জানায়, একপর্যায়ে স্থানীয় একটি দল সম্রাটকে মারধর শুরু করলে তিনি তার সহপাঠীদের সাহায্যের জন্য ডাকেন। খবর পেয়ে আরও দুজন জবি শিক্ষার্থী ঘটনাস্থলে যান। তবে, স্থানীয়রা তাদেরও মারধর করে আটক করে রাখে বলে অভিযোগ উঠেছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি