সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আজ ১৪ এপ্রিল ২০২৫ বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে রাজধানীর রমনা বটমূলে ভোর থেকেই শুরু হয় মানুষের ঢল। সূর্যোদয়ের আগেই হাজারো মানুষ জড়ো হন ঐতিহ্যবাহী ছায়ানটের অনুষ্ঠানে অংশ নিতে। বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণকে কেন্দ্র করে রমনায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ছায়ানটের রবীন্দ্রসংগীত ও আবৃত্তি দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান। পাঞ্জাবি-পায়জামা ও সাদা-লাল শাড়িতে সেজে আসা মানুষদের পদচারণায় মুখর হয়ে ওঠে রমনার প্রতিটি কোণ। পরিবার, বন্ধু, প্রেমিক-প্রেমিকা সবাই মেতে ওঠেন উৎসবের আনন্দে। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। রমনা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান ও চারুকলার মঙ্গল শোভাযাত্রাতেও ছিল মানুষের স্রোত। বর্ষবরণকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ছিল এক উৎসবের আবহ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি