সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই গৌরবময় অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অনন্য গর্বের মুহূর্ত। এটি আমাদের মেয়েদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য মনোবলের প্রতিফলন।
ড. ইউনূস আরও বলেন, এই সাফল্য নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে, সাহস যোগাবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও মর্যাদা আরও বাড়াবে।
বাংলাদেশ দলের এই অসাধারণ অর্জন আসে ‘সি’ গ্রুপের বাছাই পর্বে দুই ম্যাচে টানা জয় অর্জনের মাধ্যমে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় টাইগ্রেসরা। দুটি গোলই করেন ঋতুপর্ণা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।
এই অর্জন শুধুই একটি স্পোর্টস জয়ের খবর নয় এটি নারীর ক্ষমতায়ন, জাতীয় আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের অনুপ্রেরণার নতুন অধ্যায়
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি