শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাসেল খাদেম (৪৩) নামে মানসিক ভারসাম্যহীন বুদ্ধি প্রতিবন্ধী এক ব্যক্তির ৫দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। রাসেল খাদেম পৌরশহরের মসজিদ পাড়ার মৃত কাজী হুমায়ুন খাদেমের পুত্র। গত সোমবার সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।
তিনি নাম ঠিকানা বলতে পারে না। তার গায়ের রং কালো, স্বাস্থ্য মোটামুটি ভালো। এ ব্যাপারে আখাউড়া থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। ডাইরী নং ৯২৫।
এ বিষয়ে নিখোঁজ রাসেল খাদেমের ছোট ভাই রুবেল খাদেম বলেন, আমার ভাই একজন মানসিক বুদ্ধি প্রতিবন্ধী। সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। তার কোন সন্ধ্যান পাইনি। তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছেন। তিনি নাম ঠিকানা বলতে পারে না। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেলে নিকটস্থ থানায় বা তার পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধ্যান পেতে পুলিশ কাজ করছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি