সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। ইসির নিয়ম অনুযায়ী, পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী জমা দেওয়া নিবন্ধিত দলগুলোর জন্য বাধ্যতামূলক হলেও এবার ব্যতিক্রম হিসেবে আওয়ামী লীগের কাছে এমন কোনো হিসাব চাওয়া হয়নি।
ইসি সূত্র জানায়, বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতোমধ্যেই তাদের আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিয়েছে। তবে অধিকাংশ ইসলামি দলসহ অনেক দল এখনো নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দেয়নি। এ বিষয়ে ইসি জানিয়েছে, কোনো দল চাইলে আবেদন করে সময়সীমা বৃদ্ধির সুযোগ নিতে পারবে।
এর আগে, ৭ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদ সংবাদমাধ্যমকে জানান, নিবন্ধিত দলগুলোকে চিঠির মাধ্যমে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত থাকায় দলটির কাছে কোনো চিঠি পাঠানো হয়নি।
উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই বার্ষিক হিসাব জমা দেওয়ার বিধান চালু রেখেছে নির্বাচন কমিশন। এতে দলগুলোর প্রকৃত আয়, ব্যয় এবং অনুদানের উৎস সম্পর্কে তথ্য জানা সম্ভব হয়, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি