• রাজনীতি
  • নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া, আসছে বুলেটপ্রুফ মিনিবাস

নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া, আসছে বুলেটপ্রুফ মিনিবাস

১০:২০ পূর্বাহ্ণ , ৬ অক্টোবর ২০২৫
নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া, আসছে বুলেটপ্রুফ মিনিবাস

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ বিরতির পর আবারও নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্র বলছে, প্রায় এক দশক পর তিনি সরাসরি প্রচারণায় অংশ নিতে পারেন। তার জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে একটি বুলেটপ্রুফ মিনিবাস।

দলীয় সূত্র জানিয়েছে, বুলেটপ্রুফ মিনিবাসটি তৈরি হচ্ছে জাপানে। খালেদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে বিশেষ কাস্টমাইজড নকশায় এটি নির্মাণ করা হচ্ছে। এই যানেই তিনি দেশের বিভিন্ন জেলায় জনসভা ও নির্বাচনী সফরে অংশ নেবেন। সফরে তার সঙ্গে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা টিম ও সহকারী দল।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, মিনিবাস আমদানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও একটি বুলেটপ্রুফ গাড়ি আনার পরিকল্পনা রয়েছে।

দলের নেতাদের মতে, স্বাস্থ্যগত কারণে খালেদা জিয়া সরাসরি মাঠে না নামলেও প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী প্রচারে যুক্ত থাকতে পারেন। তবে তিনি নিজেই প্রচারণায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ম্যাডামের শরীর-স্বাস্থ্যের ওপর নির্ভর করবে তিনি সরাসরি প্রচারে অংশ নেবেন কি না।

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ম্যাডামের নিজস্ব। শারীরিকভাবে ফিট থাকলে তিনি অবশ্যই মাঠে নামবেন।

দলীয় সূত্রে আরও জানা যায়, খালেদা জিয়া এবার ফেনী-১ আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। অতীতে তিনি ফেনীসহ বিভিন্ন আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে, এটি নির্বাচনী প্রক্রিয়ার অংশ। তফসিল ঘোষণার পর প্রচারণা ও অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা যদি অনুমতি দেয়, তবে তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে নির্বাচনে ভূমিকা রাখবেন।” তবে সরাসরি প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।

২০১৫ সালের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সর্বশেষ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘ বিরতির পর তার মাঠে ফেরার খবরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এদিকে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সম্ভাব্য সফরসূচি, জনসভাস্থল ও ভ্রমণপথ চূড়ান্ত করার কাজ চলছে। কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে দলটি।

মন্তব্য লিখুন

আরও খবর