সীমান্ত টিভি নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেছেন যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় আনসার বাহিনী সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ জন আনসার সদস্য, এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার আশাবাদী।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নিজেদের জীবনবাজি রেখে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে তারা জাতির সেবায় নিয়োজিত। বাহিনীর সদস্যদের যাতায়াতজনিত সমস্যা সমাধান ও সুবিধা বৃদ্ধি করতে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে বলে জানান তিনি।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি