সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমি এমন ব্যক্তি নই, যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনোযোগ এখন শুধু অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের দিকে।”
তিনি জানান, এক বছরের মধ্যে সরকার গুরুত্বপূর্ণ কিছু সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ঐকমত্য কমিশন গঠন, যা চলতি মাসের শেষ নাগাদ চূড়ান্ত প্রতিবেদন দেবে।
প্রধান উপদেষ্টা মনে করেন, এই প্রতিবেদন একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার পথে বড় পদক্ষেপ হবে। পাশাপাশি সংবিধান ও রাজনৈতিক কাঠামো সম্পর্কেও কমিশন ঐকমত্য গড়ে তুলবে—সংসদ একক হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট, সে বিষয়েও আলোচনা চলছে।
তিনি বলেন, “রাজনীতির নানা বিতর্ক নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে কমিশন, যাতে তাদের অবস্থান বোঝা যায় এবং উন্মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হয়।”
আগামী ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দেশ এখন সঠিক পথে ফিরেছে। বহু বছরের মধ্যে এবারই হবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন। তিনি দাবি করেন, শেখ হাসিনার সময়ে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে ভোট জালিয়াতি, বিতর্ক এবং ভোটার দমনের অভিযোগ ছিল, কিন্তু এবারের নির্বাচন হবে ভিন্ন।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ কোটি ৬১ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি