সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী কমিশন নির্দেশনা দেবে, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন সিইসি।
আইনের প্রতি অনীহাকে দেশের বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় আমরা এই অবস্থায় পড়েছি। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো সংকট মোকাবিলার মানসিকতা থাকতে হবে। ভোট বাক্স দখলের পর মাঠে গিয়ে লাভ হবে না; দায়িত্ব পালনে সততা ও সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি