সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাঁরা নুরের পরিবারের সঙ্গেও কথা বলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. রফিকুল ইসলাম বলেন, “নুর একজন জুলাই যোদ্ধা। নুরকে চেনেন না, এমন কেউ নেই। ঘটনার সময় যারা দায়িত্বে ছিলেন, তারাও তাঁকে চেনেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তাঁর মাথা ও নাকে মারাত্মক আঘাত লেগেছে। ইতোমধ্যে তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি