সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা প্রকাশ করেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছদ্মবেশে গোপনে তৎপর হয়ে নৈরাজ্য, হামলা ও ভাঙচুরের পরিকল্পনায় লিপ্ত হতে পারে। তাদের লক্ষ্য হতে পারে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা।
এসবির এক সতর্কবার্তায় বলা হয়েছে, এসব হামলার উদ্দেশ্যে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এ প্রেক্ষাপটে সোমবার (২৮ জুলাই) দেশের সব পুলিশ ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার এবং সকল জেলা পুলিশ সুপারদের কাছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ" হিসেবে বিবেচনা করা হয়েছে।
এসবির তথ্য অনুযায়ী, এ সময় ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে উসকানি দিয়ে কিংবা বাধা সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হতে পারে। এজন্য রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নজরদারি, সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সব ধরনের সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় নজরদারি জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মোবাইল পেট্রলিং, সাইবার পেট্রলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার কথা বলা হয়েছে।
এসবির পর্যবেক্ষণে আরও বলা হয়, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্রসংগঠনের নেতারা মাঠপর্যায়ে সক্রিয় না থাকলেও ‘ভার্চুয়াল স্কোয়াড’ গঠন করে ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায়। যারা দেশে-বিদেশে বসে অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি