সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। ওমান ফেরত এক প্রবাসী স্বজনকে ঢাকায় নিতে গিয়ে ফেরার পথে বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে ওয়াপদা খালে পড়ে গেলে ঘটনাস্থলেই এই প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সবাই লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তারা দুইটি গাড়িতে (একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাস) করে ওমান থেকে ফেরা একজন প্রবাসীকে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে চন্দ্রগঞ্জ এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার সময় গাড়িচালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফলে গাড়িটি সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়। কয়েকজন গাড়ি থেকে বেরিয়ে আসলেও সাতজন আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, ভোরে দুর্ঘটনার সময় তেমন শব্দ না পাওয়ায় শুরুতে কিছু বোঝা যায়নি। পরে খালে একটি গাড়ির হেডলাইট জ্বলতে দেখে তারা ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি। ধারণা করা হচ্ছে, তারা ঘটনাস্থলেই মারা গেছেন। আরও মরদেহ হাসপাতালে আনা হচ্ছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি রেকারের সাহায্যে খাল থেকে উদ্ধার করা হয়েছে। ওমানফেরত প্রবাসী ব্যক্তি জীবিত আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি