সীমান্ত টিভি নিউজ ডেস্ক: টানা চার দিন ধরে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।
উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও কনকনে ঠান্ডার প্রভাবে জেলার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে করে স্বাভাবিক জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
পঞ্চগড়ে প্রতিবছর দেশের অন্যান্য জেলার তুলনায় শীতের প্রকোপ আগেভাগেই দেখা দেয়। জেলা প্রশাসন জানিয়েছে, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত ৩০ লাখ টাকা ব্যয়ে ইতোমধ্যে ৮ হাজার ৬৪০টি শীতবস্ত্র ক্রয় করে বিতরণ করা হয়েছে। পাশাপাশি আরও শীতবস্ত্রের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি