সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশের দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, ভারতে বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং দেশে দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ির ব্যবহার—দুটিই একই সূত্রে গাঁথা একটি অপচেষ্টা।
রবিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো এবং দেশে অসুরের মুখে দাড়ি দেওয়া—এ দুটি ঘটনাই উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে ফ্যাসিবাদী চক্রের দোসররা ও পাশের দেশ থেকে কেউ কেউ বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।”
সম্প্রতি খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সহিংসতার আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। আট দিন পর গতকাল শনিবার খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা প্রশাসন।
ওই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে অভিযোগকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল, মেডিকেল পরীক্ষায় তার কোনো প্রমাণ মেলেনি।”
এর আগে খাগড়াছড়ির সহিংসতায় ভারতের সংশ্লিষ্টতা থাকার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি অস্বীকার করেছে।
গত শুক্রবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া মন্তব্য মিথ্যা ও ভিত্তিহীন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি