সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের প্রকৃত মতামত সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হবে। টানা তৃতীয় মেয়াদে দলের আমির হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বুধবার নিজের জন্মভূমি সিলেট সফর করেন তিনি। সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কোনো জোট করছি না, করবও না। তবে নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল যারা আছেন, তারাও যুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় অংশ নেবে। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াত সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় এখানে আওয়ামী লীগও কি অন্তর্ভুক্ত?” জানতে চাইলে বলেন, “আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচনে অংশ নিতে চায়নি। তারা নির্বাচনে বিশ্বাসী, সেটার প্রমাণ দিতে পারেনি। তারা যেটা চায় না, সেটি তাদের ওপর চাপিয়ে দিলে তা অন্যায় হবে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
এসময় জামায়াত আমির দলীয় প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য নির্বাচনী সমঝোতা, নতুন ভোটার তালিকা প্রস্তুত, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও বক্তব্য দেন।
পরে সিলেট জেলা ও মহানগর জামায়াতের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি শোডাউনের মাধ্যমে নবনির্বাচিত আমিরকে সংবর্ধনা জানান।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি