ডেমোক্রেট পার্টি লিভারিজম এর নামে ছেলে-ছেলে বিয়ে, মেয়ে-মেয়ে বিয়ে; এমনকি ছেলে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে যাওয়া কেও স্বাধীনতা বলে চালিয়ে দিতো।রিপাবলিক পার্টি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অবৈধ গর্ভপাতকে শিশু হত্যা বলেও বিশ্বাস করা হচ্ছে। নির্বাচনে ডেমোক্রেট পার্টি কমলা হেরিস অবৈধ যৌনাচার এবং যখন তখন গর্ভপাতকে নির্বাচনে ইস্যু বানিয়েছিলেন নারী ভোটে প্রেসিডেন্ট হয়ে যাবেন এ আশায়।উল্টো নারীদের ভোট ট্রাম্প এর চেয়ে কম পেয়ে পরাজিত হয়।
ট্রাম্প মেয়ে মেয়ে, যৌনাচার, লিঙ্গ পরিবর্তন, এবং অবৈধ গর্ভপাতকে নিষিদ্ধ করার ঘোষণা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মোতাবেক আমেরিকার ভোটাররা ট্রাম কে ব্যাপক সমর্থন দেয়,যা পপুলার ভোটে তাকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে নিশ্চিত করেছে।খ্রিষ্টান ধর্মে বিশ্বাসী ট্রাম্প পরিষ্কার করে বলেছেন তিনি ঈশ্বরকে ভুলে যাননি।প্রসঙ্গত খ্রিস্ট ধর্মে সমকামিতা ও গর্ভপাত সমর্থন করে না। যা মুসলিম ধর্মেও নিষিদ্ধ ও ঘৃণিত। এখানে প্রাসঙ্গিক বাংলাদেশ আমেরিকান মুসলিম বেশিরভাগ ডেমোক্রেককে সমর্থন করে সমকামীদের তথা এলজিবিটিকিও কে উৎসাহিত করছে।
মূলত প্রেসিডেন্ট ট্রাম্প স্বামী স্ত্রীর বিবাহ ভিত্তিক পরিবার প্রথা বাইরে কিছু ভাবেন না।প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার পরিবারের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার শাসনকালে সমস্ত সিটিতে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হুশিয়ারি দিয়েছেন, মাদক মাফিয়া চক্রের অনুসন্ধান এবং দেশের অভ্যন্তরে তাদের তৎপরতা নির্মূল করতে। শিশুদের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে; অবৈধ অনুপ্রবেশকারী, অপরাধীদের ধরে আমেরিকা থেকে বের করে দিতে নির্দেশ জারি করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত তৎপরতা আমেরিকান পরিবারকে ঘিরে অনাগত সন্তানদের নিরাপত্তা,আত্মনির্ভরশীলতা,অভ্যন্তরীণ অর্থব্যবস্থায় সমৃদ্ধি আনা। সবাইকে ঈশ্বরকে ভুলে না যেতেও পরামর্শ গিয়েছেন নতুন এই আমেরিকান প্রেসিডেন্ট।
লেখক সিনিয়র সাংবাদিক মাহাথীর খান ফারুকী ।
প্রকাশিত মতামত লেখকের একান্ত ব্যক্তিগত। সীমান্ত টিভি কর্তৃপক্ষ এর জন্য দায়ী নয়
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি