সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, পোশাকে থাকছে যেসব পরিবর্তন।
আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি উঠে। একইসঙ্গে পুলিশের পোশাক পরিবর্তন দাবি উঠে।
গত সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রংয়ের। র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রংয়ের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের।
পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সবার মন-মানসিকতা পরিবর্তন করা জরুরি। সে জন্য পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
কবে থেকে পোশাক পরিবর্তন হবে, তা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ধীরে ধীরে পরিবর্তন হবে ।
পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিকে তিন বাহিনীর পোশাকের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরে আলোচনা সমালোচনার ঝড় বইছে । কেউ বলছে বাহিনী গুলোর পোশাক নয় মানসিকতা পরিবর্তন জরুরী আবার কেউ বলছে সংস্কার নামে এভাবে পরিবর্তন করা উচিত হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি