
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার সময় ব্যালট বা ভোট সংক্রান্ত কোনো ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের এনআইডি সাময়িকভাবে ব্লক করা হতে পারে। তাই সবাইকে পোস্টাল ভোট সংক্রান্ত যেকোনো ধরনের ছবি, ভিডিও বা তথ্য অনলাইনে প্রকাশ বা শেয়ার না করার অনুরোধ জানিয়েছে কমিশন।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী নাগরিক, কয়েদি এবং সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই পদ্ধতিতে ভোটাররা সাধারণ ভোটগ্রহণের কয়েক সপ্তাহ আগেই ডাকযোগে ভোট প্রদান করতে পারবেন। ভোটের গোপনীয়তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এনআইডি ব্লক হলে নাগরিকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা থেকে সাময়িকভাবে বঞ্চিত হন। ইতোমধ্যে দেশে ও বিদেশে অবস্থানরত প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি