
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: শ্রমিক আন্দোলনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও ভাড়াটিয়া পরিষদের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ বাহারানে সুলতান বাহার আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শ্রমিক আন্দোলনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
মোঃ বাহারানে সুলতান বাহার দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি, শ্রম আইনের সঠিক প্রয়োগ এবং ভাড়াটিয়াদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের আস্থার প্রতীক। তার বলিষ্ঠ নেতৃত্ব, দৃঢ়চেতা মনোভাব এবং সংগ্রামী জীবনের জন্য শ্রমিক সমাজে তিনি বিশেষভাবে শ্রদ্ধেয় ছিলেন।
তার নেতৃত্বে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন শক্তিশালী রূপ পেয়েছিল। একইসাথে ভাড়াটিয়া পরিষদের মাধ্যমে নিম্নআয়ের মানুষদের ভাড়ার ন্যায্যতা ও আবাসন সংক্রান্ত নীতিগত সমস্যাগুলো তুলে ধরেছিলেন। তার সংগ্রামের ফলে বহু শ্রমিক পরিবার ও সাধারণ ভাড়াটিয়া উপকৃত হয়েছে।
তার মৃত্যু সংবাদে রাজধানীসহ সারা দেশে শ্রমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শ্রমজীবী মানুষরা তাকে হারিয়ে গভীরভাবে মর্মাহত।
মোঃ বাহারানে সুলতান বাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মোকাদ্দম হোসেন,জাগো বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ নুর আলম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, কেন্দ্রই নেতা শামীম আহমেদ, কেন্দ্রীয় নেত্রী শেফালী আক্তার, কেন্দ্রীয় নেতা শেখ বাদশা উদ্দিন মিন্টু, আলমগীর হোসেন,
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন , “মরহুম মোঃ বাহারানে সুলতান বাহার ছিলেন শ্রমজীবী মানুষের একজন অকৃত্রিম বন্ধু। শ্রমিক অধিকার ও ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে দেশ একজন নিবেদিতপ্রাণ শ্রমিক নেতাকে হারালো।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাহারানে সুলতান বাহার ব্যক্তি জীবনের দুই সন্তানের জনক।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ো হাওয়ার...
বাংলাদেশ ও পাকিস্তানের নতুন কূটনৈতিক সম্পর্কে দুশ্চিন্তায় ভারত
বাংলাদেশ ও পাকিস্তানের নতুন কূটনৈতিক সম্পর্কে...
আজ থেকে শুরু শহীদ আবু সাঈদ হত্যা মামলার...
আজ থেকে শুরু শহীদ আবু সাঈদ...
আজই শেষ হচ্ছে সীমানা পুনর্নির্ধারণের শুনানি
আজই শেষ হচ্ছে সীমানা পুনর্নির্ধারণের শুনানি
মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে...
মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত...
সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু
সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের...