সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি - SSB) প্রধান অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বৈঠকে হালুক গরগুনের নেতৃত্বে তুরস্কের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও অংশ নেয়। যদিও আলোচনা বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রধান উপদেষ্টার দপ্তর, তবে উভয় দেশের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ সম্ভাবনা আলোচনায় স্থান পায় বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা (SSB) বিশ্বব্যাপী তুরস্কের সামরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটি বিভিন্ন দেশের সঙ্গে সমরাস্ত্র বিক্রয়, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে কাজ করে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বাংলাদেশ সফর করেন। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ওমের বোলাত আশাবাদ ব্যক্ত করেন যে, টেক্সটাইল খাত ছাড়াও স্বাস্থ্য, ওষুধ উৎপাদন, কৃষিযন্ত্র এবং প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও বহুমাত্রিকভাবে বিস্তৃত হতে পারে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি