
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৪ জুলাই) রাজধানীর যমুনা সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি বিশ্বব্যাংকের দৃঢ় সমর্থনের কথা জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া অর্থনৈতিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসমে। তিনি বাংলাদেশ সম্পর্কে তার গভীর ভালোবাসা প্রকাশ করেন এবং ২০১৩-২০১৫ সাল পর্যন্ত কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার অভিজ্ঞতা স্মরণ করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশ্বব্যাংকের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, তখন দেশের পরিস্থিতি ভূমিকম্প পরবর্তী অঞ্চলের মতো ছিল। কিন্তু তরুণদের সাহস ও অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে চলেছি।”
তিনি আরও বলেন, “গত জুলাইয়ে তরুণরা যে ভূমিকা পালন করেছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল অনন্য। এই মাসে আমরা নারী দিবস পালন করছি, তাদের ত্যাগ কখনো বৃথা যাবে না।”
বৈঠকে আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফী সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) উন্নয়ন অগ্রগতির বিষয়ে ব্রিফ করেন। তিনি জানান, নতুন পরিচালনা ব্যবস্থাপনার কারণে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এটি আরও কার্যকর করার পরিকল্পনা চলছে।
তিনি আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নেট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা ঋণের প্রবাহ এবং ইকুইটি বিনিয়োগ বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক...
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক
মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প...
মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে...
ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে :...
ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে...
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের...
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও...