সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থাকা বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রবিবার (স্থানীয় সময়) নিউইয়র্কে দলীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, দেশে যেমন প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চান ও ভোটার তালিকা প্রস্তুত করেন, তেমনি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তাদেরকে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্যও উদ্বুদ্ধ করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “মনে রাখতে হবে, প্রতিদ্বন্দ্বীরাও কিন্তু বসে থাকবে না।
লাইভ অডিও সংযোগে যুক্ত নেতাকর্মীরা জানান, কানাডাসহ উত্তর আমেরিকার প্রতিটি ইউনিটকে সক্রিয় করে প্রবাসীদের তালিকা তৈরি এবং ভোটার করার কাজ শুরু করা হবে।
তারেক রহমান আরও স্পষ্ট করে নির্দেশনা দিয়ে বলেন, শুধু নির্দেশ দিলেই হবে না—কে কোন এলাকার দায়িত্ব নিল, কতজনকে এনআইডি করাল এবং কতজনকে ভোটার বানাল, তার একটি সুনির্দিষ্ট হিসাব রাখতে হবে। পরিকল্পিতভাবে কাজ করার ওপর তিনি জোর দেন।
তিনি জানান, প্রবাসে প্রায় ৫০ লাখ বাংলাদেশি ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশে প্রায় সাড়ে ১২ কোটি ভোটার থাকলেও প্রবাসীরা যুক্ত হলে সেই সংখ্যা ১৩ কোটির বেশি হবে। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে বলেও তিনি উল্লেখ করেন। এজন্য নির্বাচন কমিশনের নিয়মকানুন বুঝে দূতাবাস ও কনস্যুলেটগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র সফর শেষে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরার সময় নিউইয়র্কে দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। সেই সময় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইল ফোনে তারেক রহমান কল দিয়ে বক্তব্য দেন, যা লাউড স্পিকারের মাধ্যমে সবার শোনানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলোসহ যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ফোনালাপে তারেক রহমান পুনরায় নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন যে, কেবল বক্তব্য নয় বাস্তব কাজের মাধ্যমেই প্রবাসীদের ভোটার বানানো সম্ভব হবে। এজন্য প্রত্যেককে দায়িত্ব অনুযায়ী আন্তরিকভাবে কাজ করতে হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি