জোহরা মাহদীর রাওয়া নিউইয়র্ক থেকে: প্রবাসী ভোটাধিকার নিয়ে বিএনপি নেত্রী মন্তব্যে ইউএসএ এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের তীব্র প্রতিবাদ করেন
১৭ জুলাই ২০২৫ বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার প্রবাসী বাংলাদেশী ভোটারদের নিয়ে করা অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে ইউএসএ এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।
“রেমিট্যান্স পাঠালেই দায়িত্ব শেষ”—এমন দৃষ্টিভঙ্গি প্রবাসীদের নাগরিক অধিকার অস্বীকার করে, তাদের কেবল অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার এক ধরনের অগণতান্ত্রিক প্রচেষ্টা। তার মন্তব্য, “ভুক্তভোগী না হলে ভোটার হওয়ার দরকার নেই”—গণতন্ত্রের চেতনাকে অবমাননা করে এবং সার্বজনীন ভোটাধিকারের মৌলিক নীতিকে আঘাত করে।
বক্তারা বলেন
আমরা মনে করি, সকল বাংলাদেশী নাগরিকের, দেশ বা প্রবাসে অবস্থান নির্বিশেষে, ভোটাধিকার সাংবিধানিক অধিকার। জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অসামান্য ভূমিকার আলোকে এমন মন্তব্য শুধু বিভ্রান্তিকর নয়, নিন্দনীয়ও।
ইউএসএ এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বিএনপির কাছে তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানাচ্ছে এবং সকল গণতান্ত্রিক শক্তিকে এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানাতে আহ্বান জানায়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি