সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ৭৪৭ জন প্রবাসী ভোটার।
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৮২ জন এবং নারী ১৮ হাজার ১৬৫ জন। নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট সব প্রবাসীর ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এর জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে। তালিকায় আরও রয়েছে মিশর, লিবিয়া, মোজাম্বিক, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, নাইজেরিয়া, রুয়ান্ডা, ঘানা, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে প্রভৃতি দেশ।
ইসি জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পাঠানোর পর তারা ভোট দিয়ে নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে ব্যালট ফেরত পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে, যেখানে ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য স্থির করেছে নির্বাচন কমিশন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি