সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট–২) এ শুনানি শুরু হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ কমিশনের উপস্থিতিতে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হচ্ছে। পরদিন রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলের সময়সূচি শিগগিরই জানানো হবে।
এর আগে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে সারা দেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত একদিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। সব মিলিয়ে পাঁচ দিনে ইসিতে জমা হয়েছে মোট ৬৪৫টি আপিল আবেদন।
কমিশন জানায়, মনোনয়নপত্রে থাকা ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি