সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও পুনর্বহাল সংক্রান্ত আপিলের ওপর ষষ্ঠ দিনের শুনানি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি শুরু হয়, যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররাও উপস্থিত রয়েছেন। আপিলকারী প্রার্থীদের বক্তব্য সরাসরি শুনে কমিশন পর্যায়ক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছে।
ইসি সূত্রে জানা গেছে, আগের পাঁচ দিনের শুনানিতে আপিলের মাধ্যমে মোট ২৭৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অপরদিকে একজন প্রার্থীর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিল শুনানি চলবে। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি