সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিন মামলায় ২১ বছরের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।
বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার পরে রায় ঘোষণা করেন। তিনি জানান, তিন মামলায় প্রতিটি মামলায় ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাজা একটার পর একটি কার্যকর হবে।
শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন।
এ মামলাগুলোতে অভিযোগ করা হয়েছিল যে, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিয়েছেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন এই মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি