ফিউচার শাইন বিউটি একাডেমির মেকআপ ক্লাস সম্পূর্ণ

৭:৪১ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২৫
ফিউচার শাইন বিউটি একাডেমির মেকআপ ক্লাস সম্পূর্ণ

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আয়োজিত হয়ে গেলো ১১,১২ আগস্ট ২০২৫ইং ফিউচার শাইন বিউটি একাডেমি বাই মুন কতৃর্ক আয়োজনে
২ দিনের গ্রান্ড ব্রাইডাল মেকওভার ক্লাশ ও ব্রাইডাল কম্পিটিশন।

ট্রেইনার ছিলেন ইন্টারন্যাশনাল ক্ষ্যাতি সম্পন্ন আকলি আক্তার, অর্ধ শতাধিক স্টুডেন্ট নিয়ে ক্লাশটি অনুষ্ঠিত হয় উওরার একটি কনভেনশন হলে।

সফল ভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরে অনুষ্ঠানের আয়োজক ও একাডেমির ওনার আকলিমা আক্তার শান্তা বলেন, গত ২ বছর বয়সী এই প্রতিষ্ঠান এর এটি একটি ভিন্ন ও চ্যালেঞ্জিং আয়োজন ছিলো সফলভাবে সকল আয়োজন সম্পন্ন হওয়াতে আমরা সবাই অনেক খুশি এবং সকল স্টুডেন্ট ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ কারণ তাদের ছাড়া এই আয়োজন সফল করা সম্ভব ছিলো না।

মন্তব্য লিখুন

আরও খবর