
জোহরা আজিন মাহাথীর যুক্তরাষ্ট্র থেকে: ইসলামের পতাকাবাহী, বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাপী’—এই স্লোগানকে সামনে রেখে শেষ হলো মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (MUNA) আয়োজিত তিন দিনব্যাপী মুনা কনভেনশন ২০২৫।
৮ আগস্ট শুক্রবার ঐতিহাসিক পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার, ফিলাডেলফিয়ায় জুম্মার নামাজের মাধ্যমে শুরু হয় এই বিশাল সম্মেলনের আনুষ্ঠানিকতা। শেষ হয় ১০ আগস্ট রবিবার বিকেল ৫টায়। উত্তর আমেরিকার মুসলিমদের মধ্যে এটি ছিল বছরের সবচেয়ে প্রতীক্ষিত ও বৃহৎ সম্মেলন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের কনভেনশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০,০০০ অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এতে অংশ নেন নারী, পুরুষ, শিশু, কিশোর, তরুণ এবং বিভিন্ন বয়সী মুসলিমরা।

MUNA-এর ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কনভেনশন কমিটির চেয়ারম্যান আর্মান চৌধুরী CPA জানান, “আমরা কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়ে এই আয়োজন করেছি, যাতে প্রতিটি অংশগ্রহণকারী সেরা অভিজ্ঞতা পান।” কনভেনশনের রিসেপশন টিম সকল অতিথিকে স্বাগত জানানোর জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করেছে।
তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কনভেনশনের মূল আকর্ষণগুলো ছিল:
* আন্তর্জাতিক ও জাতীয় ইসলামী বক্তাদের সেমিনার ও আলোচনা
* শিশুদের বিনোদনমূলক কার্যক্রম ও খেলাধুলা
* যুবকদের জন্য উদ্বুদ্ধমূলক কর্মশালা ও ডিবেট
* বোনদের জন্য আলাদা আয়োজন
* ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা
* বিশাল বাজার
বিশেষ করে এবারে প্রযুক্তিনির্ভর প্রজন্মের কথা মাথায় রেখে রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র উপর বিশেষ সেশন আয়োজন করা হয়েছিল, যা মুসলিম তরুণদের দারুণভাবে আকৃষ্ট করে।
কনভেনশনে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত বহু ইসলামিক স্কলার ও চিন্তাবিদ। তাদের মধ্যে উল্লেখযোগ্য: ড. ওমর সুলেইমান, মিজানুর রহমান আজহারী, ইমাম দেলোয়ার হোসাইন, সামি হামদি, ড. আলতাফ হোসেন, ইমাম টম ফ্যাকিন, হামজা আবদুল মালিক, ইমাম সিরাজ ওহাজ, আসিফ হায়রানী এবং আব্দুল নাসির জাঙ্গাদা.
তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন—বিশ্বব্যাপী মুসলিমদের অবস্থা, তরুণদের নেতৃত্ব, ইসলামি মূল্যবোধ ও আধুনিক বিশ্বে চ্যালেঞ্জ ইত্যাদি।
কনভেনশনের অন্যতম ব্যতিক্রমী ও জনপ্রিয় আয়োজন ছিল রবিবারের ”ম্যাট্রিমোনিয়াল ডে”।
এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে আসা কলেজপড়ুয়া এবং কর্মজীবী অবিবাহিত তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
ইসলামী পরিবেশে পরিচিতির ভিত্তিতে জীবনসঙ্গী বাছাইয়ের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
কনভেনশনের প্রতিটি দিন ছিল সুশৃঙ্খল ও অর্থবহ। অংশগ্রহণকারীরা বলেন, এটি শুধুমাত্র ধর্মীয় শিক্ষার জায়গা ছিল না, বরং এটি ছিল একটি মিলনমেলা—যেখানে পরিবার, সমাজ এবং উম্মাহর কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।
MUNA কনভেনশন ২০২৫ আবারও প্রমাণ করেছে যে, সংগঠিত ও শিক্ষিত মুসলিম সমাজ আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
একটি সুপরিকল্পিত, জ্ঞাননির্ভর এবং হৃদয়স্পর্শী আয়োজন হিসেবে মুনা কনভেনশন ২০২৫ অংশগ্রহণকারীদের মনে গভীর ছাপ ফেলেছে। এই আয়োজন মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, শিক্ষা ও নেতৃত্ব গঠনের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। আল্লাহ যেন এই প্রয়াস কবুল করেন এবং আমাদের সকলকে তাঁর পথে অবিচল রাখেন—এই কামনাতেই শেষ হলো উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ এই ইসলামী সম্মেলন।
মন্তব্য লিখুন
আরও খবর
মাইটিভির মালিক নাসির উদ্দীন সাথী গ্রেফতার
মাইটিভির মালিক নাসির উদ্দীন সাথী গ্রেফতার
বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর...
বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির...
নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা...
নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার:...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা...
আটাব প্রশাসকের দায়িত্ব নিলেন মোতাকাব্বীর আহমেদ, বরণ করে...
আটাব প্রশাসকের দায়িত্ব নিলেন মোতাকাব্বীর আহমেদ,...
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, প্রস্তুতির ঘোষণা প্রধান উপদেষ্টার
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, প্রস্তুতির ঘোষণা প্রধান...