সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই ইসরায়েল ঢাকা থেকে স্বীকৃতি চাইলে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেই অবস্থান অব্যাহত রেখেছে বাংলাদেশ।
তৌহিদ হোসেন আরও বলেন, “আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে থেকেছি এবং তাদের সংগ্রামকে সমর্থন করেছি, তাই চার দেশের এ স্বীকৃতিকে আমরা ইতিবাচকভাবে দেখি। এটি নিঃসন্দেহে সুখবর।”
সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে দেড়শোর বেশি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাল। যদিও এ স্বীকৃতি রাষ্ট্র গঠনের পথে বড় অগ্রগতি, তারপরও ফিলিস্তিনিদের সামনে দীর্ঘ পথ বাকি আছে বলে মনে করেন তিনি।
এদিকে, ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। যদি তা ঘটে, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি