সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইসরায়েলের লাগাতার বর্বর হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এতে একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি। এর মধ্যে দেইর আল-বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে বোমা হামলায় ৩ জন নিহত হন।
ফলস্বরূপ, অবরুদ্ধ গাজায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ৫০ হাজার ৭৫০ জন ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারছেন না। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি