সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে নদীতীরবর্তী অন্তত ১০টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এর ফলে প্রায় ১৫টি গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) রাতে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপে চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা, নোয়াপুর, শালধর ও পশ্চিম অলকা এলাকায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে পড়ে। একইভাবে মির্জানগর ইউনিয়নের পশ্চিম গদানগর, জঙ্গলঘোনা, উত্তর মনিপুর দাসপাড়া ও মেলাঘর এলাকায় সিলোনিয়া নদীর চারটি পয়েন্টে ভাঙনের ঘটনা ঘটে।
ফলে পূর্ব রাঙ্গামাটিয়া, সাতকুচিয়া, পূর্ব অলকা, মধ্যম মনিপুর ও উত্তর ধনীকুন্ডাসহ আরও কয়েকটি গ্রাম পানির নিচে চলে যায়।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে আকস্মিকভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড পাঁচটি স্থানে ভাঙনের কথা জানালেও স্থানীয়দের মতে এ সংখ্যা ১০-এরও বেশি।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব জানান, বন্যার পানি দ্রুত লোকালয়ে ঢুকে পড়ায় মানুষজনকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গতদের আশ্রয়ের জন্য পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রান্না ও শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে এবং তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বর্তমানে অনেকেই উঁচু স্থানে কিংবা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধিরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে নদীর পানি না কমা পর্যন্ত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি