• রাজনীতি
  • ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন : ফখরুল

ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন : ফখরুল

৬:৩৬ পূর্বাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৫
ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন : ফখরুল

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে রয়েছেন। তবে একটি মহল বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলাপে ফখরুল বলেন, “অবশ্যই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তবে মানুষের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, সেটি দূর করে আস্থা ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, এখন দেশে যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটি হলো মব ভায়োলেন্স। কারো বাড়ি ভাঙচুর করা, কারখানা পুড়িয়ে দেওয়া এসব আগে এভাবে ছিল না। এবার মনে হচ্ছে পরিকল্পিতভাবে একটি পক্ষ এ ধরনের কাজ করছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না।”

আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি সৃষ্টি করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছরে রাজনৈতিক বিভাজন এতটাই গভীর হয়েছে যে রাজনৈতিক দল, গণমাধ্যম এমনকি সাধারণ মানুষের মধ্যেও অবিশ্বাস তৈরি হয়েছে। এখন সবচেয়ে জরুরি হলো মানুষের মধ্যে পারস্পরিক আস্থা স্থাপন করা।

মন্তব্য লিখুন

আরও খবর