সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
মালয়েশিয়ায় সরকারি সফরে থাকা অবস্থায় ১২ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ড. ইউনূস বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী প্রস্তুতি চলছে।”
তিনি মালয়েশিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরে বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস একে গুরুতর মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসিয়ানের সহযোগিতার আহ্বান জানান।
সফরের প্রথম দিনে পুত্রাজায়ায় অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হয়।
আগামী দিনে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। সফরটি বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি