• আন্তর্জাতিক
  • ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, বাড়ছে মৃ’ত্যু শঙ্কা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, বাড়ছে মৃ’ত্যু শঙ্কা

৬:২১ পূর্বাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২৫
ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, বাড়ছে মৃত্যু শঙ্কা

সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৫.৫ মাত্রার এই কম্পনে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর মাত্র দুই দিন আগে, রবিবার রাতে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিল দেশটি। এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে না ফিরতেই নতুন ভূমিকম্পে বিপর্যয় আরও গভীর হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পটির উৎপত্তি হয় ১০ কিলোমিটার গভীরে, যা আগের ভূমিকম্পের স্থানের কাছাকাছি। এতে পাহাড় ধসে পড়ে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়া অনেককে উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

মানবিক সহায়তা সংস্থা আসিলের কর্মী সাফিউল্লাহ নূরজাই জানিয়েছেন, নতুন ভূমিকম্পে আরও অনেকে আহত হয়েছেন। মৃতের সংখ্যা যে বাড়বে, তা নিশ্চিত।

রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় প্রতিটি বাড়িই হয় ধসে পড়েছে, না হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা এখনও হাতে খুঁড়ে জীবিতদের বের করার চেষ্টা চালাচ্ছেন। আংশিক ক্ষতিগ্রস্ত অনেক ভবন মঙ্গলবারের কম্পনে সম্পূর্ণ ধসে গেছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এখন পর্যন্ত সরকারি হিসাবে ১ হাজার ৪১১ জন নিহত এবং ৩ হাজার ১২৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ধসে পড়েছে ৫ হাজার ৪০০-এরও বেশি বাড়িঘর। জাতিসংঘ ইতোমধ্যেই সতর্ক করে বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি সামাল দিতে জরুরি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

মন্তব্য লিখুন

আরও খবর