জোহরা আজিন মাহাথীর যুক্তরাষ্ট্র থেকে : ফ্লোরাল পার্ক, নিউ ইয়র্ক। ২২ নভেম্বর, শনিবার সন্ধ্যায় Golden Years Senior Program–এ জমে উঠেছিল জাবিয়ান সম্প্রদায়ের বহুল প্রতীক্ষিত “জাবিয়ানহিম উৎসব”। বাইরে ঠান্ডা কুয়াশায় ঢাকা শীতল পরিবেশ থাকলেও অনুষ্ঠানস্থলের ভেতরে ছিল উষ্ণতার ছোঁয়া, সুরের মাদকতা এবং এক পরিবারে মিশে যাওয়ার প্রাণচাঞ্চল্য।
ঠিক সন্ধ্যা ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল অন্যতম আকর্ষণ। লাল-কমলা আলোর আবছা পরিবেশে গিটারের সুর আর সবার সম্মিলিত কণ্ঠে গান—উৎসবের সূচনা মুহূর্তেই দর্শকদের যেন অন্য জগতে নিয়ে গেল। আগুনরঙা সেই সন্ধ্যা অতিথিদের মনে নতুন উত্তাপ ছড়িয়ে দিল।
উৎসবের সবচেয়ে রঙিন অংশ ছিল প্রজন্মভিত্তিক নানা শিল্প–সাংস্কৃতিক আয়োজন। আর্ট প্রদর্শনীতে উঠে আসে শিশু-কিশোরদের সৃজনশীলতার চমৎকার প্রকাশ। শিশুদের “Fall Tree” ডেকোরেশন এবং ক্যানভাসে আঁকা আল্পনাগুলো পুরো স্থানটিকে রূপকথার রাজ্যে পরিণত করেছিল। টেপা পুতুল বানানোর ওয়ার্কশপে ছোট-বড় সবারই অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আবার স্মৃতির ছবিঘরে জমে ওঠে নস্টালজিয়া, আর ভাবী-বৌদি-আপুদের সুই-সুতা হস্তশিল্পের প্রদর্শনী ছিল উৎসবের এক নীরব অথচ মুগ্ধকর সৃষ্টিশীল দিক।
সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত চলা পিঠা পর্ব উৎসবে বাড়তি উষ্ণতা যোগ করে। গরম চা আর নানাবিধ পিঠার সুবাসে পুরো পরিবেশ মুহূর্তেই হয়ে ওঠে গ্রামীণ শীতের সকালের মতো। অতিথিরা পিঠার স্বাদ উপভোগ করতে করতে একে অপরের সঙ্গে গল্পে মেতে ওঠেন।
এরপর শুরু হয় পুঁথি পাঠের সাংস্কৃতিক পর্ব। সাহিত্য, ইতিহাস ও বাংলা সংস্কৃতির ছোঁয়া দর্শকদের হৃদয়ে নতুন অনুভব জাগিয়ে তোলে। পুঁথি পাঠের পর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। নবনির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতি দর্শকদের মাঝে আগামী দিনের জন্য নতুন আশার আলো বয়ে আনে।

রাত সাড়ে আটটায় শুরু হয় কাহুট গেমস, যা উৎসবে প্রাণের সঞ্চার করে। অংশগ্রহণকারীদের উত্তেজনা, হাসি-ঠাট্টা আর প্রতিযোগিতার মজায় পুরো হলঘর মুখরিত হয়ে ওঠে। পরিবার, বন্ধু এবং প্রজন্মদের মিলিত আনন্দে এই গেমস পর্ব উৎসবের অন্যতম স্মরণীয় অংশ হয়ে থাকে।
রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত পরিবেশ ভরে ওঠে রাতের খাবারের সুবাসে। দীর্ঘ আয়োজনের পর সবাই মিলে ডিনারে পাশাপাশি বসে আরও একবার যেন উৎসবের আনন্দ ভাগ করে নেয়। একসাথে খাওয়া-দাওয়া এবং মিথস্ক্রিয়া পুরো সম্প্রদায়কে আরও কাছাকাছি নিয়ে আসে।
রাত ১০টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শেষ হয় “জাবিয়ানহিম উৎসব”। তবে উৎসবের উচ্ছ্বাস, স্মৃতি এবং উষ্ণতা উপস্থিত সবার মনে অনেকক্ষণ ধরে রয়ে যায়। শীতের নীরব রাতেও মানুষদের চোখে-মুখে ছিল একটাই অনুভূতি—এ উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একসাথে কাটানো একটি অবিস্মরণীয় দিন।
ফ্লোরাল পার্কের এই শীতের সন্ধ্যা তাই শুধু ঠান্ডা হিমের নয়, বরং শিল্প, সংস্কৃতি, বন্ধুতা ও মানবিক উষ্ণতার এক রঙিন উৎসবে পরিণত হয়েছিল।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি