সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদুল আজহার বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
হোসেন মার্কেট এলাকার ওই কারখানার প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক সকাল সাড়ে ৮টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত কর্মবিরতি ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের দাবি, এপ্রিল ও চলতি মে মাসের বকেয়া বেতন, অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং ঈদ বোনাস দেওয়ার বিষয়ে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না জানানোয় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি