সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছেন রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, আনোয়ার হোসেন বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান চালান। প্রতিদিন তিনি ওই সময়ই দোকান থেকে বাসায় যান। এসময় আনোয়ার হোসেনকে ঘিরে ধরে মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রসী। তারা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তারা ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে ওই ব্যক্তি জানিয়েছেন।
এদিকে এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন লোক আনোয়ারকে ঘিরে ধরে। তাকে ছুরি মারতে এবং গুলি করতেও দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে হামলাকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চলে যায়।
আহত আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তখনই তাকে গুলি করে ও কুপিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকার ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি