• রাজনীতি
  • বন্ধুত্ব চাইলে ভারতকে ‘দাদাগিরি’ বন্ধ করে, তিস্তার পানি দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বন্ধুত্ব চাইলে ভারতকে ‘দাদাগিরি’ বন্ধ করে, তিস্তার পানি দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

২:৩৫ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
বন্ধুত্ব চাইলে ভারতকে ‘দাদাগিরি’ বন্ধ করে আগে তিস্তার পানি দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ভারত যদি বন্ধুত্ব চায় ‘দাদাগিরি’ বন্ধ করে আগে তিস্তার পানি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করুন। আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করুন। আমরা আমাদের পাওনা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে বন্ধুত্বের চোখে দেখতে চাই, তবে সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমাদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে।”

আজ (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় ‘তিস্তা বাঁচাও আন্দোলন’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

তিনি বলেন, “এবার বাঁচা-মরার আন্দোলন। যে কোনো মূল্যে তিস্তার পানি আমাদের নিতে হবে। তিস্তা বাঁচানোর ডাক আমাদের অন্তরের ডাক। আমরা ১৫ বছর ধরে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করছি। অথচ ভারত একদিকে আমাদের পানি দেয় না।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “তিস্তা নিয়ে আপনাদের মুখ খুলতে হবে। ভারতকে স্পষ্ট জানাতে হবে যে, আমরা পানির ন্যায্য হিস্যা চাই। তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় সোচ্চার। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে এই আন্দোলন কোনোভাবেই থেমে যাবে না।