সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স সংশোধনসংক্রান্ত কার্যক্রম মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলো থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর তথ্য পরিবর্তন আর স্থানীয় পর্যায়ে নয়; এখন থেকে এসব আবেদন সরাসরি নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রক্রিয়াকরণ করা হবে। তবে সাধারণ কারেকশন বা ফিল্ড-লেভেলের অন্যান্য সংশোধন কার্যক্রম আগের মতোই মাঠ পর্যায়ের অফিসেই থাকবে।
হুমায়ুন কবীর বলেন, সাম্প্রতিক সময়ে এনআইডি তথ্য পরিবর্তনের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে বা অপরাধমূলক প্রয়োজনে বয়সসহ গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের চেষ্টা লক্ষ্য করা গেছে। ডাটাবেজের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপব্যবহার রোধে পুরো সংশোধন ব্যবস্থাকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি