সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছে এবং এখন দেশের কণ্ঠ স্বাধীনভাবে বলা সম্ভব হচ্ছে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, সমালোচনার কিছু যৌক্তিক দিক আছে, তবে অনেক ক্ষেত্রে সমালোচনা নির্দয় পর্যায়ে চলে যায়। যদি ১০টি কাজের মধ্যে সরকার ৪টি করে, সেই ৪টি স্বীকৃতি দিন। বাকি ৬টির জন্য অতিরিক্ত সমালোচনা করবেন না।
তিনি বিচার বিভাগের সংস্কারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এখন পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি ও বাজেট বরাদ্দসহ সবকিছু উচ্চ আদালতের নিয়ন্ত্রণে চলে এসেছে। এটি কি কোনো সংস্কার না? বাংলাদেশে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. আসিফ আরও বলেন, “আমরা একটি গুম কমিশন করেছি, যা সফলভাবে কাজ করেছে। এর অভিজ্ঞতার আলোকে হিউম্যান রাইটস কমিশন আইন তৈরি করেছি। দক্ষিণ এশিয়ার অন্যান্য হিউম্যান রাইটস আইনের তুলনায় আমাদের আইনটি আরও কার্যকর। অচিরেই কমিশনে নিয়োগ দেওয়া হবে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি